প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা
** সামরিক ছাত্র-ছাত্রীরা সেনা পরিবহনে যাতায়াত করে।
** বেসামরিক ছাত্র-ছাত্রীরা ও শিক্ষকগণ স্কুল পরিবহনে যাতায়াত করে।
** স্কুলের নিজস্ব ০৪টি বাস ও ২টি মাইক্রোবাস রয়েছে যা সভাপতি কর্তৃক পরিচালিত হয়।
** অতিরিক্ত ০৬টি বাস ভাড়া করা হয়েছে।
বাস ছাড়ার ও ক্যাম্পাসে ফিরে আসার সময়
বাস ছাড়ার সময়ঃ সকাল ৭:২০ মিঃ।
ক্যাম্পাসে পৌছাবেঃ সকাল ৮:০০ মিঃ এর মধ্যে।
বাস চলাচলের রুট
বাস নং | বাস রুটের বিবরণ |
১ ও ৮ নং বাস | আরবপুর থেকে যাত্রা শুরু করে দিঘির পাড় হয়ে স্বাধীনতা সরণি গেট দিয়ে ক্যাম্পাস। |
২ নং বাস | মহিলা কলেজ থেকে যাত্রা শুরু করে ধর্মতলা হয়ে আরবপুর হয়ে ক্যান্ট কলেজের সামনে দিয়ে ক্যান্ট বোর্ড হয়ে ক্যাম্পাস। |
৩ ও ৬ নং বাস | মোল্লাপাড়া থেকে যাত্রা শুরু করে হাইকোর্ট হয়ে ঘোপ, সদর হাসপাতাল, ফাতেমা হাসপাতাল, এস পি এর বাংলো, আরবপুর এলজিইডি হয়ে স্বাধীনতা সরণি দিয়ে ক্যাম্পাস। |
৪ ও ১০ নং বাস | ৪ ও ১০ নং বাস – চৌরাস্তা থেকে যাত্রা শুরু করে চারখাম্বা, সার্কিট হাউজ, ফাতেমা হাসপাতাল, বিমান অফিস, পুলিশ লাইন কদমতলা ও তেঁতুলতলা হয়ে স্বাধীনতা সরণি দিয়ে ক্যাম্পাস। |
৫ নং বাস | নিউমার্কেট থেকে যাত্রা শুরু করে উপশহর, বাবলাতলা, চাকলাদার ও তেঁতুলতলা দিয়ে স্বাধীনতা সরণি হয়ে ক্যাম্পাস। |
৭ ও ৯ নং বাস | হুসতলা থেকে যাত্রা শুরু করে মনিহার, আর এন রোড, খালধার রোড, দড়াটানা, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, বিমান অফিস, টালিখোলা ও চাকলাদার দিয়ে স্বাধীনতা সরণি হয়ে ক্যাম্পাস। |