প্রতিষ্ঠানটি সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেনানিবাস এর নীতিমালা অনুযায়ী এবং সেনাসদর শিক্ষা পরিদপ্তর এর পাবলিক স্কুল ও কলেজ এর নির্দেশ অনুযায়ী পরিচালিত হয়।
সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরের অধীনে যশোর ক্যান্টনমেন্ট বোর্ড কর্তৃক প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। এর ১১ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ রয়েছে।
প্রধান পৃষ্ঠপোষকঃজিওসি ও এরিয়া কমান্ডার, যশোর অঞ্চল
পরিচালনা পর্ষদ | ||
০১ | কমান্ডর,৮৮ পদাতিক ব্রিগেড | সভাপতি |
০২ | লেঃ কর্ণেল মোঃ আনোয়ারুল ইসলাম | অভিভাবক প্রতিনিধি |
০৩ | ডিএ এ এ এন্ড কিউএমজি | পর্যবেক্ষক সদস্য |
০৪ | জিএস ও ২(শিক্ষা) | সহঃ সভাপতি |
০৫ | ক্যান্টনমেন্ট একজিকিউটিভ অফিসার | সহঃ সভাপতি |
০৬ | জনাব রওনক রায়হানা | অভিভাবক প্রতিনিধি |
০৭ | জনাব মোস্তফা আলী (প্রভাষক ইংরেজি) | শিক্ষক প্রতিনিধি |
০৮ | মোঃ আনিসুর রহমান সহঃ প্রধান শিক্ষক | শিক্ষক প্রতিনিধি |
০৯ | মোঃ শওকত আলী (সহঃ শিক্ষক) | শিক্ষক প্রতিনিধি |
১০ | অধ্যক্ষ, দাউদ পাবলিক স্কুল এন্ড কলেজ | সদস্য সচিব |