সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ
আসসালামু আলাইকুম। তোমাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে যারা এখনো কলেজের ইউনিফর্ম তৈরি করতে পারোনি তারা সিভিল ড্রেসে কালকে কলেজে আসতে পারবে। যাদের অন্তত এক ডোজ টিকা নেওয়া আছে তারাও আসতে পারবে। 8:15 এরমধ্যে সকলেই ক্যাম্পাসে প্রবেশ করবে। তোমাদের জন্য অপেক্ষা করছে এক হিউজ সারপ্রাইজ। কাল কলেজ মিস করলে তো মনে রেখো জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে নিজেকে বঞ্চিত করলে। প্রথম দুই তিন দিন সকলেই বাসে যাতায়াত করতে পারবে। তোমাদের আরো অনেক প্রশ্নের উত্তর আগামীকাল পাবে। দেখা হবে আগামীকাল ইনশাআল্লাহ।
কলেজ কো-অর্ডিনেটর